ঢাকার কেরানীগঞ্জে টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে না দিয়ে দোকানে বিক্রি করার অপরাধে বুধবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২৭০ লিটার সয়াবিন তেল, ৩০০ কেজি মসুর ডাল, ৩০০ কেজি ছোলা বুট ও ৩০০ কেজি চিনি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস্তা ইউনিয়নের টিসিবির ডিলার নেওয়াজ আলী পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুল কাইয়ুম ও আশ্রাফ আলী
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবি ডিলারের ৬ মাসের কারাদণ্ড
বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী জানান, মঙ্গলবার বাস্তা ইউনিয়নের দুটি ডিলারের মাধ্যমে তিনশত কার্ডদারীদের জন্য দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল, চিনি ও ছোলা বুট দেয়ার কথা থাকলেও টিসিবির ডিলার নেওয়াজ আলী মালামাল রোহিতপুর বাজার এলাকায় নিয়ে গভীর রাতে বিক্রি করে দেয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী পায় এজন্য প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছেন৷ আর এ ধরনের কিছু অসাধু লোক কারসাজি করে বাজারে বিক্রি করছে।
আরও পড়ুন: টিসিবির পণ্য: সাতক্ষীরায় পঁচা পেঁয়াজ না নিলে দেয়া হচ্ছে না তেল, চিনি
তিনি জানান, আটক দুই ব্যক্তিকে থানা হাজতে নেয়া হয়েছে। পলাতক ডিলার নেওয়াজ আলীকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপার বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।