কোটা সংস্কারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এসময় প্লে-কার্ড হাতে নিয়ে অবস্থান নেন তারা। ক্লাস-পরীক্ষাও বর্জন করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই মেডিকেল কলেজের গোলচত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গন। কলেজের গোলচত্ত্বর থেকে কোটা সংস্কারের দাবিতে শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত