সরকারের এক কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাতের অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সাবেক তত্ত্বাবধায়কসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় ঢাকার উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান এই মামলা করেন।
আরও পড়ুন: পুলিশের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ১০ কোটি টাকার মামলা
আসামিরা হলেন—কুষ্টিয়া জেনারেল হাসপাতালের (অবসরপ্রাপ্ত) সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান, ঢাকার মহাখালীর স্বাস্থ্য দপ্তরের সাবেক সহকারী ইঞ্জিনিয়ার (অবসরপ্রাপ্ত) এ এইচ এম আব্দুল কুদ্দুস এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজের মালিক মো. জাহেদুল ইসলাম।
আরও পড়ুন: খুলনায় সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
মামলার সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জামাদির দরপত্র আহ্বান করা হয়। কিন্তু অভিযুক্তরা পারস্পারিক যোগসাজসে দরপত্র আহ্বানের আগে মেডিকেল যন্ত্রপাতির বাজারদর যাচাই না করে বাজার দরের চেয়ে অধিক দরে কার্যাদেশ দিয়ে সরঞ্জামাদি সংগ্রহ করেন। এসব সরঞ্জামাদির মূল্য বাবদ সরকারি অতিরিক্ত এক কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা আত্মসাত করেন তারা।