মতিঝিলে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি বলেন, ‘সরকার শুরুতেই আইন প্রয়োগ করতে চায় না। কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে সোমবার সরকার সিদ্ধান্ত নেয় যে বিদেশ থেকে যারাই দেশে আসবে তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে বুধবার আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছরের উপরে এবং তিনি ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ আরও বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।’
তিনি বিদেশ থেকে আসা ভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানান ডা. ফ্লোরা।