সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিক্যাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুনের সই করা এক শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি সমুন্নত রাখা এবং বাংলাদেশের জনগণের অধিকার সুরক্ষার সংগ্রামে খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
ডিক্যাব জানায়, আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের ইতিহাসের সংকটময় সময়ে বারবার জাতিকে অগণতান্ত্রিক শাসন থেকে দূরে রাখতে পথনির্দেশনা দিয়েছেন।
বার্তায় আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় খালেদা জিয়ার শোকাহত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানিয়েছে ডিক্যাব। প্রিয়জন হারানোর এই অপূরণীয় ক্ষতির সময়ে তার পরিবারের জন্য শক্তি ও সান্ত্বনা কামনা করেছে সংগঠনটি।
ডিক্যাবের শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের শক্তিশালী নারী নেতৃত্বাধীন রাজনৈতিক অধ্যায়ের এক যুগের অবসান হলো। ‘মহান আল্লাহ তার আত্মাকে চিরশান্তিতে রাখুন।’