তবে রাত ৮টার দিকে লাগা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি মিল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে চন্দনীমহল এলাকায় স্টার জুট মিলে ১ নম্বর মিলের তাঁত ও ভীমের নষ্ট সুতার স্তুপে আগুন দেখা যায়। মুহুর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা আরও বলছেন, দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, কারণ তেলের ট্যাংকারের পাশেই নষ্ট সুতার স্তুপ করে রাখা ছিল।
মিলের মহাব্যবস্থাপক মো. রইছ উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ব্যবস্থাপক (যান্ত্রিক) শুভেন্দ্র কুমারকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।