শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তরে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘খুলনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। ভোটারদের মধ্যে উৎসব মুখরতা বিরাজমান। খুলনার কোথাও এখনও পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনাই ঘটেনি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ইভিএম সম্পর্কে প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচারণা চলছে। বাকি সময়ের মধ্যে আরও প্রচারণা চালানো হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে শনিবার থেকে খুলনা শহরে ইভিএম প্রদর্শনী শুরু হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে ৬টি আসনের মধ্যে খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ৯৪ হাজার ৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া খুলনার ছয়টি আসনে ৭৮৫ কেন্দ্রে মোট ভোটার ১৮ লাখ ৬৫৬জন।