শনিবার সন্ধ্যায় গাজীপুরের বঙ্গতাজ কমিউনিটি অডিটোরিয়ামে আই-টেইটের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ইঞ্জিনিয়ার একেএম আবু রায়হান ও শিক্ষক নাজমুল, মৃদুল (২০), সৌরভ হোসেন (১৭), সাকিব (১৮), রিমন (১৮) ও উম্মে হাফিজাকে (১৭) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত মৃদুল ও সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার আই-টেইট শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বহিরাগত এক যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়। এ নিয়ে অডিটোরিয়ামের সামনে দুই ছাত্রের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনার কিছুসময় পরে বহিরাগত ওই যুবকের নেতৃত্বে ১৭-১৮ জন যুবক চাপাতি, ছুরি, রড ও লাঠিসোটা নিয়ে অডিটোরিয়ামে আসে। বহিরাগতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত ও মারধর করতে থাকলে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা দরজা-জানালার কাঁচ ও চেয়ার টেবিলসহ আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।
অধ্যক্ষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত অন্যান্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।