একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেকের অন্য সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘আজকের সভায় তিনটি মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা (তিনটি সংশোধিত প্রকল্পের শুধুমাত্র অতিরিক্ত ব্যয় এখানে ধরা হয়েছে)।’
আরও পড়ুন:বাড়ি ভাড়া ভাতা পেতে সরকারি বাসায় থাকতেই হবে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ২৪৫ কোটি ৩৫ লাখ, সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ এবং বিদেশি ঋণ ২ হাজার ৪২ কোটি আট লাখ টাকা।
‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্প সম্পর্কে পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো বিভাগ) মো. মামুন-আল-রশিদ বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
তিনি বলেন, আর্সেনিক ও আয়রনে ক্ষতিগ্রস্ত এলাকায় পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ এবং দরিদ্রদের জন্য স্যানিটারি ল্যাট্রিন স্থাপন এবং প্রকল্প অঞ্চলগুলোর স্কুল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ধৌতকরণ পরিষেবা স্থাপনের জন্য প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।
আরও পড়ুন:বিটিসিএলকে টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৪ বছরের বেশি বয়সীদের স্মার্ট এনআইডি দিতে একনেকে প্রকল্প অনুমোদন
তিনি বলেন, প্রকল্পের আরেকটি উদ্দেশ্য কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়া রোধে স্কুল ও জনসমাগমের জায়গাগুলোতে হ্যান্ড-ওয়াশ স্টেশন নির্মাণ করা।
‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারি তহবিল থেকে ব্যয় হবে মাত্র ৫০ কোটি ৮৩ লাখ টাকা। বাকি ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক (এআইআইবি) থেকে আসবে,’ বলেন তিনি।
একনেকের অনুমোদনপ্রাপ্ত আরেকটি নতুন প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ) মো. জাকির হোসেন আকন্দ বলেন, ৭৯৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন:শুটকি শিল্পের জন্য ১৯৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ১২৩ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিল্প, কৃষি ও অকৃষি অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।