জলবায়ু ও গ্রিন ট্রানসিশন নিয়ে দুই দেশের অংশীদারিত্ব জোরদার করতে সোমবার বাংলাদেশ ও ডেনমার্ক টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট বিষয়ে একটি ডকুমেন্ট (নথি) সই করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন এই ডকুমেন্ট সই করেন। এ সময় ঢাকায় সফররত ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ উপস্থিত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠানের পর একই স্থানে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পড়ুন: অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহী বাংলাদেশ-নরওয়ে