চট্টগ্রাম, ০৫ মার্চ (ইউএনবি)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
আসামি মো. আলী আজম (৩১) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরের আবু তাহেরের ছেলে। তিনি একটি হত্যা মামলায় ২০১৫ সালে গ্রেপ্তার হয়েছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আলী আজম দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরেক হাজতির মৃত্যু হয়েছিল।