চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর সঙ্গে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই।
বৃহস্পতিবার সকাল ১১টায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্যালয়ে চুক্তিটি সই হয়।
চুক্তিতে সিইউসিএজেএএ-এর সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় সিইউসিএজেএএ-এর সভাপতি মো. নজরুল ইসলাম (শিমুল), সিনিয়র সহ-সভাপতি হামিদ উল্লাহ, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব কর্পোরেট মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ, ব্র্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন ও কর্পোরেট রিলেশন্স বিভাগের এক্সিকিউটিভ রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ তাদের পরিবারসহ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সকল সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য যে, এছাড়া ঢাকা ও চট্টগ্রামের অন্যান্য স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাসোসিয়েশনের সদস্যরা কীভাবে এই চুক্তির সুবিধাসমূহ ভোগ করবেন পরবর্তীতে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল