নিহতরা হলো- পূর্বকলাদী জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (১০), ভাঙ্গাপাড় গ্রামের ইব্রাহিম (১০) ও নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত (৮)। তারা সবাই ভাঙ্গাপাড় মাদ্রাসার ছাত্র ছিল।
জুমার নামাজের পর মাওলানা জামাল মসজিদের পাশে তার কক্ষে তিন শিশুকে অচেতন অবস্থায় পায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ জানান, কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমামের ছেলে ও আরও দুই শিশুকে অচেতন অবস্থায় পায় এবং তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুর রহমান বলেন, আবদুল্লাহ ও ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর রিফাত হাসপাতালে আসার কিছু সময় পর মারা যায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সদর হাসপাতাল মর্গে লাশগুলোর ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জিহাদুল কবির।