চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৬ অক্টোবর) জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী বাজারে বিশেষ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মুল্য সাড়ে ১০ কোটি টাকা।
আরও পড়ুন: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
শুক্রবার (৬ অক্টোবর) বিসিজি স্টেশন চাঁদপুরের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দীন নাহিয়ান হক তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ গোডাউন থেকে আনুমানিক ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আর জব্দ করা অবৈধ কারেন্ট জালের মূল্য ১০ কোটি টাকা।
এ অভিযানে উপস্থিত ছিলেন- সদরের উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
পরে চাঁদপুর কোস্টগারড অফিস চত্বরে এসব জালগুলো এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ