আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবারও কম খরচে চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ ঢাকায় গেলো কোরবানিযোগ্য ৪০টি গরু ও ৬টি ছাগল। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন সংযুক্ত করে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ এর কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম, স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চালুর এক দিন পরই বন্ধ হয়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশনমাস্টার ওবাইদুল্লাহ জানান, ঢাকায় কোরবানির পশু পরিবহন করার জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সঙ্গে আলাদা ৩টি ওয়াগন জুড়ে দিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ এর কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। একটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা। ট্রেনটি প্রতিদিন বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে (তেজগাঁও) ছেড়ে যাবে। শনিবার (২৪জুন) থেকে ২৬ জুন পর্যন্ত টানা ৩দিন এ সুবিধা চালু থাকবে।
করোনাকালীন সময়ে ২০২১ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো কোরবানির পশু স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা (তেজগাঁও) রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।