চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিংনগর সীমান্তে ঢুকে এক বাংলাদেশি কৃষককে নির্যাতন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
ভুক্তভোগী এসলাম আলী (৭০)।
বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, বুধবার দুপুরে ওই কৃষক সীমান্ত জিরো লাইনের ১৫ গজের মধ্যে মাঠে কাজ করছিলেন তখন বিএসএফ সদস্যরা সীমান্তে ঢুকে তাকে নির্যাতন করে। দুই হাত ভেঙে যাওয়ায় স্থানীয়রা কৃষককে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর
খবর পেয়ে বিজিবির সদস্যরা আহত কৃষকের ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিএসএফকে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
এদিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বিএসএফ প্রায়ই বাংলাদেশে প্রবেশ করে এখানকার কৃষকদের ওপর নির্যাতন চালায়।