চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করেছে র্যাব। এসময় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মিশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক লুৎফর রহমান ভোদু(৫৫) শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার আশরাউল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজা জব্দ, আটক ২
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর মিশন এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী লুৎফর রহমান ভদুকে আটক করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ২ জন আটক, ১৩ লাখ টাকার গাঁজা জব্দ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক লুৎফর রহমান ভদু দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে মাদকের ২টি মামলা চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পনি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় সঙ্গে ছিলেন কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামও।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার ১