চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট করেছেন বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শরীফের পক্ষে অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ইশতিয়াক এ রিট করেন। রিট আবেদনে দুদক চেয়ারম্যান, দুদক সচিব, আইন সচিব ও জনপ্রশাসন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করা হবে। আাইনজীবী মিয়া মোহাম্মদ শরীফ জানিয়েছেন, দুদক চাকরিবিধি ২০০৮ এর ৫৪(২) ধারা এবং এই ধারা বলে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার দাবি জানানো হয়েছে এই রিটে। রিট আবেদনটি জনগুরুত্বপূর্ণ বিধায় সোমবারও আদালত শুনানি করতে পারেন। অথবা ১০ আইনজীবীর এ বিষয়ে করা রিটের সঙ্গে মঙ্গবারও এ বিষয়ে শুনানি করতে পারেন।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে গণমাধ্যমে আসা অভিযোগ-পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ১০ আইনজীবীর রিটের আদেশের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য রয়েছে। গত ১০ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন।
আরও পড়ুন: নিত্যপণ্যের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের একচেটিয়া ব্যবসা গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
এর আগে ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট করেন।
রিটকারী ১০ আইনজীবী হলেন, মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের অপসারণের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনে কেন নির্দেশ দেয়া হবে না: হাইকোর্ট