সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। জনস্বার্থে যে প্রকল্পটি বাস্তবায়ন করা দরকার সেটা সবার আগে দেখা উচিত।
চলমান প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থনৈতিক সংকট মাথায় রেখেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, প্রকল্প বাস্তবায়নে হাত দিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি ঘটানো যাবে না। বাংলাদেশে শ্রীলঙ্কার ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেটাও দেখতে হবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা
বিভিন্ন বড় প্রকল্পের অগ্রাধিকার নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে কমলাপুরের প্রকল্প মতিঝিল পর্যন্ত করা খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরও জানান, ‘হেমায়েতপুর থেকে ভাটারা এবং কমলপুর থেকে পূর্বাচল হয়ে বিমানবন্দর ৩১ কিলোমিটারের মধ্যে পাতাল রেল এবং তারপর আরেকটি ১৩ কিলোমিটারের পাতাল রেল- এই দুই প্রকল্প চলমান এবং জনস্বার্থেও দরকার। এতে বিদেশি তহবিলও আছে।’
চট্টগ্রাম-কক্সবাজার প্রকল্পতে জাইকা সম্মতি দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। যশোর-খুলনা প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঐতিহ্যগত দুর্নীতি বন্ধ করা হয়েছে বলে দাবি করে মন্ত্রী বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য তিরস্কার- দুটিই প্রয়োজন। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ প্রধান কর্মকর্তা, আমরা যদি সৎ থাকি, তাহলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয়, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক, দুঃখজনকও বটে।’
ওবায়দুল কাদের বলেন, ‘কমিশন, পার্সেন্টেজ এক সময় এখানে নিয়ম হিসেবে চালু ছিল। এখানে পদোন্নতি ও ট্রান্সফার নিয়ে অনেক কথা ছিল। এসব চর্চা বন্ধ করা হয়েছে।’
বিআরটিএ এবং সড়ক ও মহাসড়ক কোনো ক্ষেত্রেই রাজনৈতিক তদবিরে কাউকে বদলি করা যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: সেতুমন্ত্রী
ঢাকা অচল করতে আসলে বিএনপিকে অচল করে দেবে ঢাকাবাসী: সেতুমন্ত্রী