সন্তানের দাবিতে বাংলাদেশে আসা আলোচিত জাপানি নারী নাকানো এরিকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘অবমাননাকর ভিডিও’ সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওইসব ভিডিও যারা তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের সাইবার ক্রাইম এন্ড সিকিউরিটি ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে মা সন্তানদের নিয়ে বাইরে বেরোতে পারবেন ও ১৬ সেপ্টেম্বরের আগে চার রাত সন্তানদের সঙ্গে থাকতে পারবেন বলেও আদেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: জাপানি মায়ের রিট: ২ মেয়েসহ বাবা ও ফুপুকে ৩১ আগস্ট হাজিরের নির্দেশ
দুই কন্যা শিশুকে নিয়ে বাবা-মা আপাতত ১৫ দিন একসাথে গুলশানের বাসায় থাকতে পারবেন বলে গত ৩১ আগস্টের দেয়া আদেশ সংশোধন চেয়ে নাকানো এরিকোর করা আবেদনের শুনানি করে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদশ দেন। আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
আদেশ অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে চার রাত (৯, ১১, ১৩ ও ১৫ তারিখ) জাপানি মা তার দুই কন্যা শিশুকে নিয়ে ইমরান শরীফের গুলশানের বাসায় থাকবেন। বাকি সময়টা বাবা-মা দুজনেই শিশুদের সাথে থাকতে পারবেন। বাবা-মা দুজনই তাদের শিশুদের নিয়ে বাইরে যেতে এবং কেনাকাটা ও ঘুরাফেরা করতে পারবেন। এছাড়াও ফ্লাটের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরা অপসারণ করে বাসার বাইরে তা স্থাপন করা যাবে বলে আদেশ দিয়েছেন আদালত। আদালতে জাপানি নারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম।
আরও পড়ুন: ১৫ দিন বাবা মায়ের সাথে গুলশানে থাকবে সেই দুই শিশু
দুই মেয়েকে নিজের জিম্মায় পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট জাপানি নারীর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে দুই মেয়েসহ তাদের বাবা ও ফুপুকে ৩১ আগস্ট হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। ওই দুই মেয়েকে নিয়ে বাবা আগামী ৩০ দিন বিদেশ যেতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী গত ৩১ আগস্ট দুই মেয়েসহ তাদের মা-বাবা এবং ফুপু হাইকোর্ট কক্ষে উপস্থিত হন। এরপর দুই পক্ষের আইনজীবীর শুনানি শুরু করেন। এক পর্যায়ে আইনজীবীসহ দুই মেয়ে এবং তাদের মা-বাবা ও ফুপুকে খাস কামরায় ডেকে সবার বক্তব্য শুনেন হাইকোর্ট।
পরে দুই পক্ষের প্রস্তাবের ভিত্তিতে হাইকোর্ট আদেশ দেন ইমরান শরীফের গুলশানের ভাড়া বাসায় দুই শিশুকে নিয়ে বাবা-মা আপাতত ১৫ দিন একসাথে থাকতে পারবেন বলে ওইদিন আদেশ দেন হাইকোর্ট। সেই সাথে ঢাকার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে এদের পারিবারিক পরিবেশের বিষয়টি দেখভাল করতে নির্দেশ দেয়া হয়েছিল।
আর ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দুই শিশু ও তাদের মা-বাবার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। ১৬ সেপ্টেম্বর পরবর্তী আদেশের জন্য রেখে হাইকোর্ট সেদিন বলেন, ‘বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে। আর কোনও পক্ষ থেকে কোনো অভিযোগ উঠলে প্রয়োজনে সে বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।’