জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎসকে দায়িত্ব গ্রহণের আগের দিন অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জার্মানিকে সংযুক্ত থাকার আহ্বান জানান এবং জার্মানির সহযোগিতার কথা স্বীকার করেন।
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক