বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সংস্থাটির যাত্রীবাহী জাহাজ ও ফেরি সার্ভিসের ভাড়া ২০ শতাংশ বাড়িয়েছে। রবিবার থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারী সাময়িক বরখাস্ত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ভাড়া পুনর্নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘১৯ জুন সকাল ৬টা থেকে যাত্রীবাহী জাহাজসহ সব ধরনের যানবাহনের জন্য এ ভাড়া কার্যকর হবে।’