বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জুন মাসে সারাদেশ থেকে ১৩১ কোটি ৫৮ লাখ টাকার চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ১১ লাখ ৭৮ হাজার ২৮৬টি ইয়াবা বড়ি, পাঁচ কেজি ৩৫ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৯ হাজার ৮৭৬ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৬৬৭ বোতল বিদেশি মদ, ১২৭ লিটার দেশি মদ, দুই হাজার ৪৮২টি বিয়ারের বোতল, দুই হাজার ৯৪৯ কেজি গাঁজা, আট কেজি চার গ্রাম হেরোইন, ৩৬ হাজার ৫৭৩টি ইনজেকশন, পাঁচ হাজার ৪০০ বোতল এসকুফ সিরাপ, ৫২১ বোতল এমকেডিল/কফিডিল, আট হাজার ২২১টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯২ হাজার ৪০৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ৯৩ হাজার ১১১টি ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে- ১৮ কেজি ৮৯ গ্রাম স্বর্ণ, পাঁচ কেজি রূপা, ৮৬ হাজার ৪২৩টি কসমেটিক আইটেম, দুই হাজার ৫৫২টি ইমিটেশন জুয়েলারি, ১০ হাজার ১৪৫টি শাড়ি, ৯ হাজার ৩৭৯টি থ্রি-পিস/শার্ট-পিস/বেড-শীট/কম্বল, পাঁচ হাজার ২৪৯টি তৈরি পোশাক, এক হাজার ২১০টি কাঠ, চার হাজার ৯০৯ কেজি চা পাতা, ৩১ হাজার ৬০০ কেজি কয়লা, পাঁচটি কষ্টি পাথরের মূর্তি, ৭৭০টি কীটনাশকের বোতল, তিনটি ট্রাক/কাভার্ড ভ্যান, পাঁচটি প্রাইভেট কার/মাইক্রোবাস, তিনটি পিকআপ ভ্যান এবং ৩৫টি সিএনজি/ব্যাটারি অটোরিকশা।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- সাতটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি বন্দুক, দুটি বন্দুক, ১৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও পাঁচটি ককটেল।
এদিকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ২২৮ জন চোরাকারবারী, ২৬৮ বাংলাদেশি এবং ১৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আরও পড়ুন: মে মাসে ১৩২ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ করেছে বিজিবি