সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুল প্রত্যাশিত পদ্মা সেতু আগামী জুনে উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের প্রস্তুতি চলছে।
বুধবার রাজধানীতে সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি ৯৮ শতাংশ, নদী প্রশিক্ষণ ৯২ শতাংশ এবং কার্পেটিং কাজের অগ্রগতি ৯১ শতাংশ।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতু পরিদর্শন কূটনীতিকদের
তিনি বলেন, প্রকল্পের মোট কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০ শতাংশ।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মোট কাজের অগ্রগতি ৮৫ শতাংশ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, সড়ক ও জনপথ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মঈনুল কবির, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, রেলওয়ে সচিব মো. হুমায়ুন কবির, ভৌত অবকাঠামো বিভাগের সচিব মো. মামুন-আল-রশিদ, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।