জুনের শেষ সপ্তাহে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা প্রস্তুত। আশা করি যে আমরা আগামী মাসের শেষ সপ্তাহের আগে সেতুটি উদ্বোধনের জন্য প্রস্তুত করতে সক্ষম হব।’
আরও পড়ুন: পদ্মা সেতুর টোল হার চূড়ান্ত করেছে সরকার
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী অতীতে একাধিকবার বলেছেন সেতুর নাম হবে পদ্মা সেতু। ‘তিনি যে কোনও দিন বিষয়টি পরিষ্কার করবেন।’
সেতু পারাপারের জন্য যানবাহনের টোল প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত ফেরি ফি থেকে দেড় গুণ বেশি টোল নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, সেতু কর্তৃপক্ষকে এক শতাংশ সুদে টাকা সরকারকে ফেরত দিতে হবে।
আরও পড়ুন: জুনে পদ্মা সেতু উদ্বোধন: ওবায়দুল কাদের