শুক্রবার বেলা ১১ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাকাল্টি ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল। এ দাবিতে আন্দোলনও করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করে। কিন্তু দাবি বাস্তবায়ন করা হয়নি।
এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা সোমবার থেকে নতুন করে আন্দোলন শুরু করে কলেজ প্রশাসনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। প্রধান গেট ও অফিসে অফিসে তালা লাগিয়ে দেয়।
এদিকে আন্দোলনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে গোলযোগেরও সৃষ্টি হয়। এসব ঘটনার প্রেক্ষিতে কলেজের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় সকল প্রকার ক্লাস ও পরীক্ষা এবং শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়।
ইতোমধ্যে সকল শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।