চাকরিতে পুনর্বহালের দাবিতে টঙ্গী রেলওয়ে জংশনে রেলওয়ে শ্রমিকদের একটি অংশ বিক্ষোভ ও রেললাইন অবরোধ করায় সোমবার ঢাকা ও অন্যান্য জেলার মধ্যে এক ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলে। এই সময়ে ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং ঢাকা প্রবেশ করে নি।
রেলওয়ে কর্তৃপক্ষ ৩০ জুন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সারাদেশের ৮ হাজার শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয়। এর প্রতিবাদে টঙ্গী সেকশনের শতাধিক শ্রমিক বেলা ১১টা থেকে রেললাইন অবরোধ করেন।তাদের দাবি, অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত ছিল, তারা সেভাবেই থাকতে চায়। আউটসোর্সিং প্রত্যাহারের দাবি করেন।
আজ (সোমবার) বিকাল ৫টার মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ চাকরি ফেরত দেয়ার আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে চাকরি ফিরে না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
আরও পড়ুন: বন্যায় লণ্ডভণ্ড সিলেট-ছাতক রেলপথ