বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করার অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পতাকা ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিল করার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
৫ আগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে তার সরকার উৎখাত হওয়ার পর থেকে হাসিনা ভারতেই বসবাস করছেন। এর মাধ্যমে ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে বিএনপি নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১, অস্ত্র ও গুলি উদ্ধার
সরকারি সূত্র জানায়, ফোনে হাসিনার এই নির্দেশনা দেওয়া ষড়যন্ত্রের অংশ। মূলত দেশের স্থিতিশীলতা নষ্ট এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে জানানো হয়, শনিবার রাতে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী অভিযান চালানো হয় এবং ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময়, তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে সতর্ক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসব অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত উসকানিদাতা, অর্থদাতা এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত।