কালোবাজারি
ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ হবে: রেলমন্ত্রী
ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।
তিনি বলেন, ‘এবারই প্রথম ঈদ যাত্রায় মানুষ স্বস্তিতে রেল ভ্রমণ করেছে। রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি। এই সিন্ডিকেটের অনেকেই ধরা পড়েছে। এটা যখন শুরু হয়েছে, শেষও হবে ইনশাআল্লাহ।’
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: পুরোনোদের অভিজ্ঞতা নিয়ে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে: রেলমন্ত্রী
মেহেরপুরের রেল সংযোগ নির্মাণে ধীরগতি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, মুজিবনগর রেললাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রকল্প। এটির কাজ চলমান। এটি যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘একটি প্রকল্প বাস্তবায়নে অনেকগুলো প্রক্রিয়া আছে। কোনো প্রকল্প গ্রহণের সময় সম্ভাব্যতা পরীক্ষা করা হয়। এই প্রতিবেদন ইতিবাচক হলে সেই অনুযায়ী প্রকল্প স্টেটমেন্ট ও ডিজাইন করা হয়। এসব প্রক্রিয়া শেষ হলে সেটি প্রকল্প আকারে একনেকে তোলা হয়। একনেকে পাস হলে ইআরডিতে যাবে। তারাই প্রকল্পের অর্থের যোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেললাইন প্রকল্প এখনো ওই পর্যায়ে যায়নি। এসব প্রসেসের জন্য যতটুকু সময় লাগবে এবং যতটুকু দ্রুত সম্ভব চেষ্টা করা হবে।’
রেল সংযোগ মেহেরপুর শহর হয়ে গাংনী উপজেলা থেকে ভেড়ামারা বা মিরপুর পর্যন্ত বর্ধিত করা যায় কি না এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, মুজিবনগর পর্যন্ত রেল পথের সম্ভাব্যতা পরীক্ষার প্রতিবেদন করা হয়েছে। তার ভিত্তিতে মুজিবনগর পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ চলছে। এটিকে বর্ধিত করতে হলে আবারো একই নিয়ম অনুস্মরণ করতে হবে। তারপরেও স্থানীয় সংসদ সদস্যকে যোগাযোগ করার জন্য অনুরোধ করব। রেলপথের সচিব, ডিজিসহ বিশেষজ্ঞদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধকালীন তার স্মৃতি বিজড়িত এলাকা নিয়ে কথা বলেন।
মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী দুপুর ১২টার দিকে মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মুজিবনগর স্মৃতি সৌধে ফুল দেন।
আরও পড়ুন: মক্তিযুদ্ধ সময়ের কথা রাখতে মেহেরপুরের ষোলটাকায় যাচ্ছেন রেলমন্ত্রী
রেলের খাবার মানসম্মত না হলে চুক্তি বাতিল: রেলমন্ত্রী
৮ মাস আগে
ট্রেনের টিকিট কালোবাজারির মূলহোতাসহ ৯ জন গ্রেপ্তার
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- দলীয় সিন্ডিকেটের মূলহোতা মো. মিজান ঢালী (৪৮), তার সহযোগী মো. সোহেল ঢালী (৩০), মো. সুমন (৩৯), মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. শাহজাহান হোসেন (৪২), মো. রাসেল (২৪), মো. জয়নাল আবেদীন (৪৬), মো. সবুর হাওলাদার (৪০) ও নিউটন বিশ্বাস (৪০)।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, অনলাইনে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সহজডটকমের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ পেয়ে র্যাব-৩ এর বেশ কয়েকটি দল ঢাকার সবুজবাগ ও কমলাপুর এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: রাজধানীর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে আটক ৫
সহজডটকমের কমলাপুর রেলস্টেশনের সার্ভার অপারেটর গ্রেপ্তার নিউটন বিশ্বাস, স্টেশন রিপ্রেজেন্টেটিভ সবুর হাওলাদার, পলাতক আসামি আব্দুল মোত্তালিব, আশিকুর রহমানসহ অন্যরা কালোবাজারির সঙ্গে জড়িত।
তাদের কাছ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুল পরিমাণ ট্রেনের টিকিট, ৮টি মোবাইল, একটি এনআইডি, একটি ড্রাইভিং লাইসেন্স ও নগদ ১১ হাজার ৪২২ টাকা উদ্ধার করে র্যাব।
কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার মিজান ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সব সিন্ডিকেটের মাস্টারমাইন্ড এবং সহজডটকমের অফিস ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জড়িত অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন।
অপারেটর নিউটন মিজানকে ট্রেনের শিডিউল ও টিকিটসংক্রান্ত সব তথ্য দিতেন বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কমান্ডার মঈন।
আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলের নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
৯ মাস আগে
খাদ্য মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
আসন্ন রোজার মাসে খাদ্য মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কেউ কখনই খাদ্য মজুদ করতে না পারে এবং এসব জিনিসের কালোবাজারি করতে না পারে।’
রবিবার রাজধানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, রমজান মাসে জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার পারিবারিক কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে ৩০ টাকা/কেজি দরে ভর্তুকি দিয়ে চাল দেয় এবং আরও ৫০ লাখ মানুষকে ১৫ টাকা/কেজি দরে চাল দেয়।
আরও পড়ুন: জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য প্রয়োজনে সরকার আরও ৫০ লাখ মানুষকে (১৫ টাকা/কেজিতে) চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, চালের পাশাপাশি সরকার দরিদ্রদের জন্য ভর্তুকি মূল্যে রমজানে ডাল, ভোজ্যতেল, চিনি ও ছোলাসহ আরও কিছু প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্বোধনী বক্তব্য দেন। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও অধ্যাপক ডা. মেরিনা জাহান কবিতা, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বক্তব্য দেন।
যৌথভাবে এটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আরও পড়ুন: তথাকথিত বিরোধীরা মিথ্যা প্রচার করে সাফল্য নষ্ট করতে চায়: প্রধানমন্ত্রী
১ বছর আগে
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলের নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
চট্টগ্রামে কালোবাজারে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯) ও সিপাহী মো. ইমরান হোসেন (২৭)।
র্যাব জানায়, তারা চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ের সামনে চড়া দামে টিকিট বিক্রি করছিল। রবিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব অভিযান চালিয়ে ওই দুই রেলকর্মীর কাছ থেকে নয়টি ট্রেনের টিকিট ও ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত, ড্রাইভারসহ ট্রাক আটক
গাজীপুরে হাতুড়ির আঘাতে গৃহবধূ খুন, স্বামী আটক
২ বছর আগে
ঢাকা- কক্সবাজার ট্রেন চালু হবে আগামী বছরের জুনে
২০২০ সালের জুন মাসে ঢাকা থেকে পর্যটন এলাকা কক্সবাজারে ট্রেন চালু হবে বলে জানিয়েছন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার বিকালে রেলভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান ।
তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, ২০২৩ সালের জুন মাসেই ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। সে জন্য আমরা কাজ অনেক দূর এগিয়েছি। আশা করছি এর মধ্যে সকল কাজ শেষ হবে।
আরও পড়ুন: শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু
টিকিট কালোবাজারি থেকে রেল মুক্ত হতে পারেনি। এজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এখন নতুন প্রতিষ্ঠানকে (সহজডটকম) দায়িত্ব দেয়া হয়েছে। মাত্র দুই-তিন মাস হয়েছে, আমরা অপেক্ষা করতে চাই, দেখি আমরা কতটুকু তাদের সার্ভিস পাই।
মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি-এগুলো সমাধানের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, কথা বলছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের সমস্যা থাকবে না।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী
২ বছর আগে
ওএমএস চাল কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ঢাকা, ১৩ এপ্রিল (ইউএনবি)- প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জন্য দেয়া ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
৪ বছর আগে