ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। শনিবার (৫ জুলাই) ভোরে তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৪২ ব্যাটালিয়েন কর্মকর্তারা প্রেস বিজ্ঞপতিতে জানান, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ ৬ জনকে আজ ভোরে বাংলাদেশে পুশ-ইন করেছে। এদের মধ্য দুইজন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছে। পরে তাদরে আটক করা হয়েছে। আটকরা দুইটি পরিবারের সদস্য।
আটকদের মধ্যে সজীব হোসেন (৩০) নড়াইলের কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। হাবিবুরের স্ত্রী খাদিজা খাতুন (২৮), ৮ বছর বয়সি নাতি ইয়ানুর ইসলাম, ১ বছর বয়সি নাতনি সাদিয়া খাতুন এবং একই এলাকার সাতবাড়ীয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) মেয়ে কহিনুর বেগম (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছে, কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে ভারতের মুম্বাই গিয়েছিল।
বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই শেষে তাদরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে আজ বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবির সংশ্লিষ্টরা।