শুক্রবার সন্ধ্যায় রাণীশংকৈল থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের রবিউল (২৩), সাব্বির হোসেন (২০), সাগর আলী (১৯), জুয়েল রানা (১৬) ও শাহ নেওয়াজ (১৯)। এদের মধ্যে প্রথম তিনজন হত্যাকাণ্ডে সঙ্গে সরাসরি জড়িত ও বাকি দু’জন হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি নিহত গরু ব্যবসায়ী তৈয়ব আলী পার্শ্ববর্তী কাতিহার ও গোগর বাজারে গরু বিক্রি করেন। তার কাছে গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা আছে এমন খবর পেয়ে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে এবং ওই রাতেই বাড়ি ফেরার সময় তৈয়ব আলীকে কুপিয়ে হত্যা করে তারা।
পরে আসামিরা লাশ গম ক্ষেতে পুতে রাখে জানিয়ে পুলিশ আরও জানায়, নিহত তৈয়ব আলীর পকেটে মাত্র সাড়ে ৭ হাজার টাকা পায় এবং আসামিরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আর তৈয়ব আলীর মোবাইল ফোনটি নেয় আসামি রবিউল। যার সূত্র ধরেই পুলিশ অভিযান পরিচালনা করে।