গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোমবার রাতে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করে আক্রান্তের ব্যাপারে জেনেছেন।
‘আমাদের গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করিয়েছি এবং আমার অ্যান্টিজেন পজেটিভ এসেছে,’ উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, আজ মঙ্গলবার তিনি অ্যান্টিবডি পরীক্ষা করাবেন।
বর্তমানে তিনি ধানমন্ডির নিজ বাসায় আলাদা কক্ষে আইসোলেশনে রয়েছেন বলেও জানান।
এদিকে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে নিজেদের উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষার জন্য ৫০টি নমুনা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে এসেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
গত বুধবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নিজেদের উদ্ভাবিত ২০০ কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।