সন্ধ্যায় কাশিমপুর কারাগার কক্ষে মুশতাক হৃদরোগে অক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত লেখক রশীদ হায়দারের প্রয়াণ
জন্মদিনে লেখক শামসুল হককে স্মরণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত বছর মে থেকেই কারাগারে ছিলেন ৫৩ বছর বয়সী এই লেখক।
গিয়াস উদ্দিন জানান, গত বছরের ২০ আগস্ট তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: পল্লী কবি জসীম উদ্দীনের ১১৮তম জন্ম বার্ষিকী পালিত
শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শরীফ বলেন, মুশতাককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে গত বছর ব্যবসায়ী মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করেছিল র্যাব।
আরও পড়ুন: গীতিকার, কবি লতিফুল ইসলাম শিবলী করোনায় আক্রান্ত
মুশতাককে গ্রেপ্তারের পরপরই বাংলাদেশের তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তি কার্টুনিস্ট আহমেদ কিশোরের পাশাপাশি তার মুক্তি দাবিতে একটি যৌথ বিবৃতি দিয়েছিল।
সম্প্রতি জানুয়ারিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে সম্প্রতি নির্বিচারে আটক কিংবা অন্যান্য উপায়ে হয়রানির মাধ্যমে শিল্পীদের মত প্রকাশের অধিকার ব্যহত হবার মতো ঘটনা বেড়ে যাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
আরও পড়ুন: কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত
যশোরে সংক্ষিপ্ত পরিসরে মধুকবির জন্মদিন পালন
এতে বলা হয়, বাংলাদেশে বেআইনিভাবে আটক সব শিল্পীদের মুক্তি, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের শৈল্পিক অভিব্যক্তির স্বাধীন প্রকাশ নিশ্চিত করা উচিত।