দেশের প্রতিটি খাতে ডিজিটাল নিরাপত্তায় আরও নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে তেমনি এটি অনেক ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি করতে পারে। এই দিক থেকে, আমাদের নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা নাকচ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রে (ডিজিটাল) নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।