বাংলাদেশে শ্রীলঙ্কার মতো সংকটের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতি খুবই শক্তিশালী।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির ভিত্তি খুবই শক্তিশালী। আমরা এটি সম্পর্কে অত্যন্ত সতর্ক আছি।’
বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের মন্তব্যের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখনও বিশ্বের ৩১তম বৃহত্তম অর্থনীতি।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল সংসদ
বাংলাদেশের কোনো ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন,আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশ সময় মতো ঋণ পরিশোধ করে আসছে।
তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেটি ঋণ পরিশোধে কখনোই খেলাপি হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র ইউরোপে মুদ্রাস্ফীতির হার সাড়ে সাত শতাংশের ওপরে চলে গেছে। কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতি এখনও ছয় শতাংশের কম।’
আরও পড়ুন: সরকার ২৯ কোটির বেশি কোভিড ভ্যাকসিন ডোজ সংগ্রহ করেছে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, দেশে মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। কোভিড-১৯ এর কারণে বিশ্বে প্রতিটি পণ্যের দাম বেড়েছে।
বুধবার স্থানীয় বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে।