বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন।
তিনি জানান, কেরানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আবু জাফরকে গ্রেপ্তারের পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবু জাফর (৪০) দক্ষিণ কেরানীগঞ্জের আঁগানগর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে যুগান্তর। বুধবার তারা মোস্তফা কামালের সম্পদের পাহাড় শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করে।
এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বাদী হয়ে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ সাংবাদিককে আসামি করে মামলা করেন। এদের মধ্যে আবু জাফর একজন।
অন্য চার আসামির নাম জানতে চাইলে ওসি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ কর্মকর্তা জানান।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও সাংবাদিক আবু জাফরকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের সাংবাদিক নেতা ও সাংবাদিকরা। তারা অবিলম্বে আবু জাফরকে মুক্তি ও পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।