দেশের বিভিন্ন অংশে ডেঙ্গু শনাক্তের হার বৃদ্ধির স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) চলতি মাসের পাঁচ দিনে ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
দেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৯৮
আক্রান্তদের মধ্যে ৪৭৬জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৩২জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৩৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ৪২জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ৩২৬জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ১০৭জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৭৫১জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৫৬জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৯ হাজার ৫৬৯জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২৬ হাজার ৬০৬জন ঢাকার এবং বাকি ১২ হাজার ৯৬৩জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গু: একদিনে আরও ৫ জনের মৃত্যু