ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা মোকাবেলায় ডেনমার্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোলার এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, 'আমরা সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’
আরও পড়ুন: ধর্ম উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিনি বলেন, ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় ধাপের কাজটি একবার সম্পন্ন হওয়ার পর চালু হলে আরও ৩০ লাখ নগরবাসীকে ভূগর্ভস্থ পানির পরিবর্তে পরিশোধিত এবং পরিষ্কার পানি সরবরাহ করা সম্ভব হবে।
দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগটি বাংলাদেশের সম্প্রদায়ের চাহিদা পূরণ করেছে এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করেছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ঢাকা ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেনমার্ক ঢাকা ওয়াসার দীর্ঘদিনের ও বিশ্বস্ত অংশীদার এবং অংশীদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রেখেছে।
ঢাকা ওয়াসা সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে ডেনমার্ক ভূগর্ভস্থ পানির ব্যবহার থেকে ভূ-উপরিস্থ পানির উৎসে স্থানান্তরের কারিগরি সহায়তা করছে এবং তৃতীয় পর্যায়ে ট্রিটমেন্ট প্ল্যান্টের নকশা প্রণয়ন ও নির্মাণে অর্থায়ন করছে।
এর ফলে প্ল্যান্টটির দৈনিক সাড়ে চার লাখ ঘনমিটার পানি পরিশোধনের অতিরিক্ত সক্ষমতা বাড়বে। এছাড়াও, স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি পুরো উদ্ভিদের সম্পূর্ণ ক্ষমতা পরিবেশন করার জন্য ডিজাইন করা হবে।
ডেনমার্ক থেকে অর্থায়নের পরিমাণ ৯২ মিলিয়ন মার্কিন ডলার অনুদানসহ সর্বোচ্চ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। এটি কোপেনহেগেনে ডানিডা টেকসই অবকাঠামো অর্থায়নের জন্য বিশ্বব্যাপী বৃহত্তম পানি অবকাঠামো অর্থায়ন প্রকল্পে পরিণত হয়েছে।
আরও পড়ুন: কৃষি উপদেষ্টার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ