বৃহস্পতিবার বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নেপালের উদ্দেশে যাত্রা করে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে দেশে আসছে আরেকটি ড্যাশ-৮ বিমান
মার্চে চালু হচ্ছে বিমানের টরেন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট: প্রতিমন্ত্রী
কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের মার্চ থেকে কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। মোবাইল অ্যাপস, বিমান ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।
আরও পড়ুন: বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে দুদকের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়: প্রতিমন্ত্রী
বিমানের বহরে ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যুক্ত করলেন প্রধানমন্ত্রী
নেপাল যাত্রার করোনা সংক্রান্ত শর্ত/নির্দেশনা /শিডিউল বিমানের ওয়েব সাইট www.Biman-airlines.com এ পাওয়া যাবে।