ঢাকার থাই দূতাবাসের সহায়তায় ইউএস-বাংলার বিশেষ বিমানে করে শুক্রবার ব্যাংককে ফিরে গেছেন ৩৫ থাই নাগরিক।
বিএস-২১৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে ছেড়ে গিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককে পৌঁছে।
বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস এবং দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে থাই ভ্রমণকারীদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অভিবাসন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানায় দূতাবাস।