আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ডায়রিয়া নিয়ে রোগী ভর্তি অব্যাহত রয়েছে।
আইসিডিডিআ,বির জনসংযোগ কর্মকর্তা একেএম তারিফুল ইসলাম খান ইউএনবিকে বলেছেন, সাধারণত প্রাক-বর্ষা বা শীতের আগে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ে, তবে এ বছর গ্রীষ্মকালে আক্রান্তের সংখ্যা বেশি।
গত ১৫ দিনে মোট ১৬ হাজার ১৭৭ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআর,বিতে চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৭৬৯ জন রোগী পানিবাহিত এই রোগে চিকিৎসা নিয়েছেন এবং ২৮ মার্চ (সোমবার) এক হাজার ৩৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যা গত ১৫ দিনে সর্বোচ্চ সংখ্যা।
আরও পড়ুন: রাজধানীতে ডায়রিয়ার প্রাদুর্ভাবে হাসপাতালে ভর্তি শতাধিক
তিনি বলেন, ২৭ মার্চ প্রায় এক হাজার ২৩০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ইউএনবি বাগেরহাট প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে মোট ১৮ জন রোগী ভর্তি রয়েছে।
মোট রোগীদের মধ্যে দশজন শিশু এবং আটজন প্রাপ্তবয়স্ক।
তবে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডায়রিয়ার জন্য আবহাওয়াকে দায়ী করেছেন। তারা খাবার গ্রহণের আগে সঠিকভাবে হাত ধুতে ও বিশুদ্ধ পানি পান করার আহ্বান জানান।
ইউএনবির চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, গত তিন দিনে মোট ৯৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিদিন ২৫-৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য।
স্থানের অভাবে লোকজনকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে।