ঢাকা, ২৯ নভেম্বর (ইউএনবি) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলে ক্যান্টিনের ভেতরের একটি দেয়াল ধসে দু'জন আহত হয়েছেন৷ আহত দু'জনই ক্যান্টিন কর্মচারী বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, দেয়ালটি ছোট হওয়ায় ও পেছন দিকে ধসে পড়ায় খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি। এর ব্যতিক্রম হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলো।
এদিকে দুর্ঘটনার পর হল প্রাধ্যক্ষ আবাসিক শিক্ষক ও ইঞ্জিনিয়ার নিয়ে ক্যান্টিন পরিদর্শন করেছেন। আহতদের আঘাত গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন ক্যান্টিন পরিচালক মোবারক হোসেন
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ ইউএনবিকে বলেন, ঘটনার পরপরই আমরা একজন প্রকৌশলীসহ ক্যান্টিন পরিদর্শন করেছি। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে একজন সিনিয়র হাউজ টিউটর, দুইজন হাউজ টিউটর ও বিশ্বিবদ্যালয়ের একজন প্রকৌশলীকে নিয়ে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজ ঢাবি শিক্ষার্থীকে পাওয়া গেল জেলখানায়!
বিনা প্রয়োজনে ঢাবি ক্যাম্পাসে যেতে মানা