বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার’ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এখানে (ভার্চুয়াল বৈঠকে তিস্তা বিষয়ে) কোনো ম্যাজিক থাকবে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের তারিখ এখরস্ ঠিক হয়নি। সম্ভবত ১৭ ডিসেম্বর হতে পারে।’
ড. মোমেন বলেন, ‘আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগামী মাসে দিল্লী সফরে যাবেন ,প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের তারিখ তখন ঠিক হবে।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভার্চুয়াল বৈঠকের সময় চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং কয়েকটি প্রকল্পের উদ্ভোধনও হতে পারে।
তবে, কোন কোন বিষয়ে সমঝোতা স্মারক সই করা হবে তা নির্দিষ্ট করেননি তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন নদী বিষয়ে আলোচনা করতে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে।
এর আগে, ২০১১ সাল থেকে ভারতের সাথে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
ডিআরইউ এর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টারস‘ অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বক্তব্য দেন।