চলতি বছর দিনাজপর রোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থী।
রবিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
চলতি বছরে দিনাজপুর শিক্ষাবোর্ডে ২৭১টি কেন্দ্রে ২ হাজার ৬৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পাস করেছে।
দিনাজপুরে গড় পাসের হার ৮২.৭৩ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ৮১.২২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৩২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ৩২৬ জন ও ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭৬০ জন।
গত বছরে এই বোর্ডে পাসের হার ছিল ৮৪.১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ২৩ জন। গত বারের তুলনায় এবার ৩ হাজার ৬৩ জন জিপিএ-৫ বেশি পেয়েছে।
এছাড়া এবারে দিনাজপুর বোর্ডে একটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আর শতভাগ পাশকরা বিদ্যালয়ের সংখ্যা ১২২টি।
পরিসংখ্যান থেকে জানা গেছে, বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ৪৪ হাজার ১২২ জন ছাত্র ও ৩৩ হাজার ৩৯০ জন ছাত্রী।
মানবিক বিভাগে ১ লাখ ৬ হাজার ৩৪৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯১ জন ছাত্র ও ৪৩ হাজার ৯৫৫ জন ছাত্রী।
ব্যবসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৭ জন। এর মধ্যে ২ হাজার ৫৬৪ জন ছাত্র ও ১ হাজার ৬৩ জন ছাত্রী।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২ জন। ৬ হাজার ২৫৯ জন ছাত্র ও ৫ হাজার ৫৭৩ জন ছাত্রী। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন এর মধ্যে ৫৫ জন ছাত্রী ও ১৭১ জন ছাত্র। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২৮ জন। এর মধ্যে ১২ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী।