সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৫ মিলিমিটার।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কক্সবাজারের টেকনাফে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রা কমতে পারে।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে