ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি পালন করেছে।
১৯৭১ সালের ১৭ এপ্রিলে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (মুজিবনগর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে শপথ গ্রহণ করে।
পশ্চিম পাকিস্তানের কারাগারে আটক বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়।
মিশনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশের অস্থায়ী সরকার ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিল তার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: লস এঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটে ‘মুজিবনগর দিবস’ উদযাপন
দিবসটি উপলক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ড