ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নের রশিক লাল জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান অনির্দিষ্টকালের জন্য এ আদেশ জারি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,রসিক লাল জিউ মন্দিরের জমির দখল নিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
আরও পড়ুন: আ’লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি: পেকুয়ায় ১৪৪ ধারা জারি
২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মন্দির ও জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘটিত এক সংঘর্ষে ফুলবাবু নামে হিন্দু সনাতন ধর্মের একজন নিহত হন। এরপর উপজেলা প্রশাসন মন্দির সীলগালা করে মন্দির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
বিভিন্ন পূজার আগে মন্দির দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
এবারও দুর্গাপূজার আগে অনুরূপ আশঙ্কা দেখা দিলে ১৪৪ ধারা জারি করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় একই স্থানে আ. লীগ-বিএনপির সমাবেশ, ১৪৪ ধারা জারি