গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাগীব নূর এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকেই সুলতান মনসুরকে আটক করা হয়।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
সেসময় ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর অনেক আগে থেকেই দেশের বাইরে ছিলেন তিনি।
২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ায় আওয়ামী লীগ থেকে সরে দাঁড়াতে হয় তাকে। পরে ড. কামাল হোসেনের দল গণফোরামে যুক্ত হয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েন। ওই জোটের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করেন সুলতান মনসুর।