দেশে করোনায় শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৬৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২০ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৬৩৯ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪৮ মৃত্যু, শনাক্ত ১৬৪২
এর একদিন আগে রবিবার দেশে সর্বোচ্চ মৃত্যু ২৩০ জন ছিল। আর আক্রান্তের সংখ্যা ছিল ১১,৮৫৬ জন। সোমবার সকাল পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ।
আরও পড়ুনঃ যশোরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩১.২৪ শতাংশ যা রবিবার ছিল ২৯.৬৭ শতাংশ।