করোনা
ভাড়া না বাড়ালে সরকারি নির্দেশনা মানবে না চট্টগ্রামের বাস মালিকরা
করোনার ভয়াবহতা ঠেকাতে সরকারে ১১ দফা নির্দেশনানুযায়ী ভাড়া না বাড়ালে, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর সরকারি সিদ্ধান্ত মানতে নারাজ চট্টগ্রামের গণপরিবহন মালিকেরা।
তাদের দাবি, অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চালাতে হলে ভাড়ার হার কমপক্ষে ৬০ শতাংশ বাড়াতে হবে। নইলে গণপরিবহন বন্ধ করে দেয়ারও ইঙ্গিত দিচ্ছেন তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, যদি অর্ধেক যাত্রী নিয়ে চলতে হয়, তাহলে বলব ভাড়া আগের মতো ৬০ শতাংশ বাড়ানো হোক।
তিনি আরও বলেন, বিআরটিএ বলেছে, শনিবার থেকে এটা কার্যকর করতে। আমরা শনিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেব কি করব।
আরও পড়ুন: চট্টগ্রামে ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, সরকারি বিধিনিষেধের প্রতি আমরাও আন্তরিক। এর আগে লকডাউনের সময় প্রতি সিটে একজন করে যাত্রী বহন করে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। এতে মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও দেশের স্বার্থে তা মেনে নিয়েছিল। এবারও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল রাখতে হলে পূর্বের সিদ্ধান্ত কার্যকর করে সিট প্রতি একজন ও ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় রাস্তায় গাড়ি নামানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই না সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক। তাই সরকারের উচিত আমাদের দিকটাও বিবেচনা করা।
এর আগে গতকাল নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেয়া শুরু করেন বাস মালিকরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গতকাল সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন। ওই বৈঠকে, বাসভাড়া না বাড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাস মালিকরা। তারা জানান, সরকার যদি দাবি না মানেন,প্রয়োজনে বাস চালাব না।
আরও পড়ুন: গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার নির্দেশনা চেয়ে রিট
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে প্রজ্ঞাপন চায় ক্যাব
১১৬৭ দিন আগে
করোনায় ক্ষতিগ্রস্ত খাতে ২০ কোটি ডলার ঋণ দিবে আইডিএ
দেশে করোনায় ক্ষতিগ্রস্ত অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে রেয়াতিমূলক ঋণ হিসেবে ২০ কোটি ডলার সাহায্য পাবে বাংলাদেশ।
বুধবার আইডিএর সাথে বাংলাদেশের স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ফান্ডটি আসবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ: পরিকল্পমন্ত্রী
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই) শীর্ষক প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসপি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়ন করবে।
প্রকল্পটির লক্ষ্য করোনা মহামারিজনিত কারণে বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিক ও শহরাঞ্চলে নিম্ন আয়ের যুব সম্প্রদায়ের অর্থনৈতিক সুযোগ বাড়ানো।
আরও পড়ুন: দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪,৮৯০ টাকা
প্রকল্পের আওতায় নিম্ন আয়ের শহুরে যুবক ও মহামারির কারণে ক্ষতিগ্রস্ত যুব ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান ও ঋণ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় আনা হবে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য পিকেএসপি ১৫০ মিলিয়ন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ৫০ মিলিয়ন খরচ করবে।
প্রস্তাবিত ঋণটি ৩০ বছরের মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ পরিশোধযোগ্য।
আরও পড়ুন: জীবিকার উন্নয়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
১২৪৫ দিন আগে
সিলেটে ৪৬ শনাক্তের দিনে ১ মৃত্যু
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ জন।এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬ জনের দেহে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ২৪৭ জন।রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: আবারও বাড়ল করোনায় মৃত্যুপ্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এই ৪৬ জনের মধ্যে ৩৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের এক জন এবং মৌলভীবাজার জেলার আট জন রয়েছেন।বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ২৪৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৩৯৫ জন, সুনামগঞ্জে ছয় হাজার ২১৮ জন, হবিগঞ্জে ছয় হাজার ৫৯৯ জন ও মৌলভীবাজারে আট হাজার ৩৫ জন রয়েছেন।গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের পাঁচ জন ও মৌলভীবাজার জেলার আট জন রয়েছেন।
আরও পড়ুন: কোভিড ১৯: বিশ্বে মৃত্যু ৪৬ লাখ ৮৫ হাজার ছাড়ালএদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৫২ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে সাত জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে আট জন ও মৌলভীবাজারের হাসপাতালে তিন জন রয়েছেন।
১২৮৩ দিন আগে
গোপালগঞ্জে বৃদ্ধাকে ২ বার টিকা দেয়ার অভিযোগ
গোপালগঞ্জ সদর উপজেলার শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ষাটোর্ধ এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
টিকা নেওয়া ওই বৃদ্ধার নাম মমতাজ বেগম (৬৫)। তিনি মৃত নওয়াব আলীর চৌধুরীর স্ত্রী এবং পৌরসভার ৩ নম্বার ওয়ার্ডের বেদগ্রাম ফায়ার সার্ভিস রোডের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১১ টায় গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ টিকা কেন্দ্রে সামনে লাইনে দাঁড়ান। পৌনে ১২ টায় টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এরপর কিছুক্ষণ পরই তাকে আবার টিকা দেয়া হয়।
আরও পড়ুন: হঠাৎ চট্টগ্রামে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া বন্ধ
ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, ‘আমি টিকা কেন্দ্রে প্রবেশের আগে টিকার কার্ড জমা দেই, পরে মহিলা কক্ষে প্রবেশ করি। আমার আগে আরও চারজন নারী ছিলেন, তাদের টিকা দেয়ার পর এক নার্স এসে আমাকে টিকা দেয়। টিকা দেয়ার পর একটু মাথা ঘুরছিল, তাই আমি ওই কক্ষের বেঞ্চ ধরে বসে থাকি। ২ থেকে ৩ মিনিট পরে অন্য একজন নার্স এসে আমাকে আরও একটা টিকা দেয়।’
মমতাজ বেগমের আরও জানান, তিনি ওই নার্সকে একবার টিকা নেওয়ার বিষয়টি জানান এবং দু’টি টিকা নিতে হয় কি না তা জানতে চান। এরপর তিনি বার বার প্রশ্ন করলে তখন একজন নার্স তার কাছে আগে টিকা দিয়েছে কিনা জানতে চায়।
তবে এই বিষয়ে কর্তব্যরত নার্সের সাথে কথা বলা সম্ভব হয়নি।
গোপালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত আহমদ বলেন, আমি গোপালগঞ্জ সদরে ছিলাম না মুকসুদপুর উপজেলায় গিয়েছিলাম। এবিষয়ে সিভিল সার্জন অফিসের চিকিৎসক কর্মকর্তা সাকিবুর রহমান বলতে পরবে।
আরও পড়ুন: আগস্টেই আরও এক কোটি ডোজ টিকা আসছে
সিভিল সার্জন অফিসের চিকিৎসক কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, ‘আমি জানার পর টিকা গ্রহণকারীকে ডেকে ছিলাম। আমার কাছে মনে হয়েছে তাকে দু’টি টিকা দেয়া হয়েছে। আমি ওই নার্সকে ডেকে তার কাছে জনলাম। নার্স জানান টিকা গ্রহণকারী প্রথম টিকা নেয়ার পর হাত বের করে বেঞ্চ বসেছিলেন, তাই নার্স ভেবেছিলেন তিনি টিকা নিবেন। নার্স দ্বিতীয় বার দিতে গেলে বৃদ্ধা যখন বলেন আমি একটা নিয়েছি তখন আর দেয়নি। শুধু সুইয়ের খোচা লেগেছে।
সাকিবুর রহমান আরও বলেন, তারপরও আমি তাকে আমার মোবাইল নম্বার দিয়েছি কোনও সমস্যা মনে হলে আমাকে কল করার জন্য।
১৩২০ দিন আগে
ফের বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন থাকায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আরও পড়ুন: শিক্ষার্থীদের টিকা দেয়ার পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী
এর আগে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছিল।
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা শিক্ষার্থীদেরও সংক্রামিত করতে পারে, এটা জেনেও সরকার তাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে না। শিক্ষার্থীদের টিকা দেয়ার পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
এদিকে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেড় বছর পেরিয়ে গেছে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এতে তাদের পড়াশোনা ব্যাহত হওয়ায় উদ্বেগ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার আহবান জানিয়েছে ইউনিসেফ-ইউনেস্কো।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে আর অপেক্ষা নয়: ইউনিসেফ-ইউনেস্কো
প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে বৃহস্পতিবার আরও ২৩৯ জন মারা গেছে। এনিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ২৫৫ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরও ১৫ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ‘ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম’ চালু করার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
১৩৩৫ দিন আগে
সিলেট বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪ মৃত্যু
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট।
একই সময়ে বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৬৪ জনের দেহে। এনিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ২১০ জনের।
আরও পড়ুনঃ দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।
সিলেট বিভাগে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। যার ৫০১ জনই সিলেটের। আর সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪৬ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জন। এর মধ্যে ২০৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৩৪৩টি। শনাক্তের হার ৪২ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৪২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৭, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৩৯ জন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৩ জন।
আরও পড়ুনঃ রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু
আর করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন। তার মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, হবিগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।
১৩৩৮ দিন আগে
করোনা টিকার প্রথম ডোজ নিলেন খালেদা জিয়া
মহামারি করোনা ভাইরাসের মর্ডানার টিকার প্রথম ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার বিকেলে ৩:৫৬ মিনিটের দিকে শেখ রাসেল গাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
আরও পড়ুনঃ খালেদা জিয়ার চিকিৎসায় ‘বাধা’ দিচ্ছে সরকার: বিএনপি
রবিবার খালেদা জিয়ার মেডিকেল দলের সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসাইন ইউএনবিকে জানান, ‘ম্যাডাম করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার আনুষ্ঠানিক এসএমএস পেয়েছেন।’
আরও পড়ুনঃ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
উল্লেখ্য এপ্রিলের ১১ তারিখ খালেদা জিয়া করোনা পজেটিভ শনাক্ত হন। এর ২৭ দিন পর ৮ মে তিনি করোনা মুক্ত হন।
১৩৪৫ দিন আগে
করোনা মহামারির মধ্যেই হজ্জের আনুষ্ঠানিকতা শুরু
করোনা ভাইরাসের টিকা প্রাপ্ত কয়েক হাজার মুসল্লি নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে মুসলমানদের পবিত্র হজ্জ। সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধানের মধ্য দিয়ে করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো হজ্জ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সৌদি হজ্জ বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
এই বছর করোনা মহামারি সংক্রমণের কথা মাথায় রেখে সৌদি কর্তৃপক্ষ হজ্জে শুধুমাত্র ৬০ হাজার সৌদি জনগণ এবং দেশটিতে বসবাসকারী করোনার টিকাপ্রাপ্ত বাসিন্দাদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
যদিও সৌদি আরব হজ্জের আয়োজন করছে, তবে ভ্যাকসিন, পাসপোর্ট, ভ্যাকসিন হার ইত্যাদি ব্যাপারে সুনির্দিষ্ট কোনও রূপরেখা প্রদান করেনি দেশটি।
আরও পড়ুনঃ হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
এইবার হজ্জ পালনকারীদের একধরনের ‘স্মার্ট ব্রেসলেট’ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হাজীদের শরীরে অক্সিজেনের মাত্রা, ভ্যাকসিন ডাটা জানা যাবে এবং হাজীরা তাদের প্রয়োজনীয় সাহায্য গ্রহণ করতে পারবেন।
এছাড়া দিনের মধ্যে কয়েকবার করে কাবা প্রাঙ্গন ও আশেপাশের এলাকা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
অলিস গুল নামে কাবার এক পরিচ্ছন্নতাকর্মী জানিয়েছেন, প্রত্যেকটি শিফটে ২-৩ বার করে ফ্লোর সেনিটাইজ এবং তরল পরিষ্কারক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
১৩৪৫ দিন আগে
দেশে শনাক্তে রেকর্ড, আরও ২২০ জনের মৃত্যু
দেশে করোনায় শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৬৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২০ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৬৩৯ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪৮ মৃত্যু, শনাক্ত ১৬৪২
এর একদিন আগে রবিবার দেশে সর্বোচ্চ মৃত্যু ২৩০ জন ছিল। আর আক্রান্তের সংখ্যা ছিল ১১,৮৫৬ জন। সোমবার সকাল পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ।
আরও পড়ুনঃ যশোরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ৩১.২৪ শতাংশ যা রবিবার ছিল ২৯.৬৭ শতাংশ।
১৩৫২ দিন আগে
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৩০, শনাক্তেও নতুন রেকর্ড
বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। মৃত্যু ও শনাক্তে এতদিনের সব রেকর্ড ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২৩০ জনের। করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৮৫৬ জনের।
আরও পড়ুনঃ করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ১৮ কোটি ৬৪ লাখ ছাড়াল
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৪১৯ এবং এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন।
আরও পড়ুনঃ রামেকের করোনা ইউনিটে আরও ১৯ মৃত্যু
রবিবার সকাল পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ যা শনিবার ছিল ১.৬০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৯.৬৭ শতাংশ যা শনিবার ছিল ৩১.৪৬ শতাংশ। এবং এই পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৫.৬৪ শতাংশ।
১৩৫৩ দিন আগে